রামগড় প্রতিনিধি ॥
অস্বাস্থ্যকর পরিবেশে মাংস ও জাটকা বিক্রির অপরাধে রামগড়ে চার মাংস ও এক মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে রামগড় বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।
জানা যায়, বাজারের চার মাংস বিক্রেতাকে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় প্রত্যেককে ১ হাজার করে ৪ হাজার টাকা এবং জাটকা মাছ বিক্রির অপরাধে ১ মাছ বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মাছ ও মাংস বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা পবন সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইনস্পেক্টর রনি ত্রিপুরা, বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা মো. ফরহাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।