শ্যামল রুদ্র, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে পৃথক অভিযানে ৪৩ বিজিবি শুক্রবার ভারত থেকে পাচার বাংলাদেশে পাচারকালে ১৫টি গরু উদ্ধার করেছে।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীন বাগানবাজার বিওপিতে কর্মরত সুবেদার মো. শাহ আলম এর নেতৃত্বে একটি টহল দল বেলা ২টায় ফেনী নদীরকুল (রুহুল আমিনচর) হতে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ১৫ হাজার।
অন্যদিকে, বেলা আড়াইটায় মহামুনি বিওপিতে কর্মরত নায়েব সুবেদার আল-মামুন সিকদারের নেতৃত্বে বিজিবি সদস্যরা মালিকবিহীন ২টি ভারতীয় গরু উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এগুলোর দাম ১লাখ টাকা হবে।
এর আগে সাড়ে এগারোটায় রামগড় বিওপির বল্টুরামপাড়া সীমান্ত নামক স্থান হতে মালিকবিহীন ৩টি ভারতীয় গরু আটক করা হয়। যার মূল্য ২ লাখ ১০ হাজার টাকার মতো হবে। আটক গরু কাস্টমসসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
৪৩, বিজিবি উপ-অধিনায়ক সিনিয়র মেজর মো. মনিরুজ্জামান বলেন, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। সীমান্তে টহল আরও জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।