রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের ব্যবস্থাপনায় অসহায় ও দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। বুধবার বেলা সাড়ে ১২টায় রামগড় বিজিবির কোম্পানি সদর বিশেষ ক্যাম্পে এই বিনামূল্যে মেডিকেল ক্যাম্প শুরু হয়। ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় ৪৩, বিজিবি উপ-অধিনায়ক মেজর মনিরুজ্জামানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে সেবা দান করেন বিজিবির চিকিৎসক ক্যাপ্টেন জাদিদ আহামেদসহ তাঁর সহযোগীরা।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসক ও ওষুধের স্বল্পতায় এলাকার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে বিজিবির পক্ষ থেকে এই সেবা দেয়া হচ্ছে। এ ধরনের ক্যাম্প অব্যাহত থাকবে। বাড়ির কাছে বিনামূল্যে সেবা পেয়ে রোগীরা খুব খুশি। পাহাড়ের প্রত্যন্ত গ্রামে ভবিষ্যতে এ সেবা আমরা ছড়িয়ে দেব।