রামগড় প্রতিনিধি ॥
রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অসহায় ও দরিদ্র রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। শনিবার দুর্গম লাচারীপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান ক্যাম্পের উদ্বোধন করেন।
এ সময় ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মনিরুজ্জামানসহ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ইউপি মেম্বার চুথোয়াই মগ উপস্থিত ছিলেন।
বিজিবি গুইমারা সেক্টরের বিশেষজ্ঞ চিকিৎসক মেজর উম্মে হাবিবা ও মেজর সরকার রুশতী আজিজ ও তাঁদের সহযোগীরা দুই শতাধিক দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।