খাগড়াছড়ির রামগড় উপজেলায় পুকুরে গোসল করতে নেমে সোমবার বিকালে আবু যোবায়ের (১৫) নামের এক ছাত্রের
মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার বাবার নাম আবদুল খালেক । তারা চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা শেষে ওই বিদ্যালয়ের পুকুরেই গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় যোবায়ের। তার সতীর্থরা জানিয়েছে, যোবায়ের সাঁতার জানতো না।
পরে বহু খোঁজ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Previous Articleধর্ষনের প্রতিবাদে খাগড়াছড়িতে তিন পাহাড়ী সংগঠনের বিক্ষোভ
Next Article পরিকল্পনাতেই আটকে আছে রাঙামাটির সড়ক সংস্কার