রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে প্রেমিকাকে ধর্ষণ মামলার পলাতক আসামি নাইম হোসেন (২২) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় রামগড় থানার এসআই ইরফান ও এসআই মো. তারেক এর নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরসভার বলিটিলা নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার নাইম হোসেন রামগড় পৌরসভার দক্ষিণ সদু কার্বারিপাড়ার (বলিটিলা) এলাকার মো. নুরুল আমীন মজুমদারের ছেলে।
মামলার এজাহারে জানা যায়, আসামির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিশোরীর। গত ১০ জানুয়ারি কিশোরী বাগানবাজারে তার চাচার বাসায় বেড়াতে যায়। পরে আসামি নাইমের সঙ্গে রামগড়ের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। সন্ধ্যায় ওই কিশোরীকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শেষে অটোরিকশায় এক বান্ধবীর বাড়িতে পৌঁছে দেয়। বান্ধবীর পরিবারের মাধ্যমে ছেলের পরিবারকে বললে সে বিয়ে করতে অনীহা প্রকাশ করে। পরদিন ওই কিশোরী বাদি হয়ে থানায় মামলা করেন।
রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) এর ধারায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাইমকে গ্রেফতার করা হয়।