খাগড়াছড়ির রামগড়ে লিলি মরমা (১৬) নামের এক কিশোরী শনিবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে রামগড় পৌরসভার দারোগা পাড়া গ্রামের মংসাথোয়াই মারমার মেয়ে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশিদের সঙ্গে কথা বলে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে এখনও তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে। পরে অধিকতর তদন্তে হয়ত ফাঁস দেওয়ার কারণ বেরিয়ে আসবে।’
জানা গেছে, অত্যন্ত গরীব পরিবারের মেয়ে লিলি মারমা। তার বাবা ও মা উভয়েই খেটে খাওয়া মানুষ (দিন মজুর)। সকালে কাজের উদ্দেশ্যে তাঁরা বাসা থেকে বেরিয়ে গেলে কোনও এক সময় সে গলায় ফাঁস দেয়।