শ্যামল রুদ্র, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় থেকে মঙ্গলবার উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির দুটি লজ্জাবতী বানর খাগড়াছড়ির আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
রামগড় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ইয়াহিয়া হোসেন জানান, স্থানীয় সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরার বাগান থেকে লজ্জাবতী বানর দুটি উদ্ধার করা হয়। পরে আমরা খাগড়াছড়ি জেলা বন কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে লজ্জাবতী বানর দুটি জেলায় পাঠিয়ে দিয়েছি।
খাগড়াছড়ি বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মানোয়ার আলম বলেন, রামগড় থেকে উদ্ধার হওয়া লজ্জাবতী বানর খাগড়াছড়ি আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।