
রামগড় ৪৩,বিজিবি‘র অধীন হেয়াকো ক্যাম্পের সদস্যরা শুক্রবার ইয়াবাবড়ি সহ তিন পাচারকারীকে আটক করে। আটকরা হলো সাইফুদ্দিন (২২), মো. মামুন মিয়া (২১) ও আক্তার হোসেন (২০)। এদের থানায় সোর্পদ করা হলে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার দুপুর ও বিকালে পৃথক অভিযানে এরা আটক হয়। হেয়াকো বিজিবি ক্যাম্প কমান্ডার আবু সালেহ অভিযান পরিচালনা করেন। শুক্রবার দুপুরে সাইফুদ্দিনকে ৭০পিচ ইয়াবা বড়িসহ হেয়াকোর দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর কেছিয়া এলাকা থেকে আটক করে। সে ওই এলাকার নজরুল ইসলামের পুত্র। অন্যদিকে, মো. মামুন ও আক্তার মিয়াকে একই ইউনিয়নের হোসেনের খিল রাবার বাগান এলাকায় ৫১পিচ ইয়াবা বড়ি ও একটি নাম্বারবিহীন মোটর সাইকেলসহ আটক করা হয়। মো. মামুন বাগান বাজার ইউনিয়নের মনি মিয়ার পুত্র এবং আক্তার হোসেন আবু তালেব‘র পুত্র।