রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় বক্তাগণ বলেন, রামগড়ে সম্প্রতি মাদকের অপতৎপরতা বেড়েছে। মাদক নির্মুলে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি করা হয় বৈঠকে। তাছাড়া বাজার মনিটরিং, গরু ও মুরগীর মাংসের মূল্য বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার, পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী আলমগীর, বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, আনসার প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।