রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড় মাস্টার পাড়ায় অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে ফেনী-র্যাব ৭। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়। আটক আসামি আব্দুর রহিম মিলন(২৭) রামগড়ের আনন্দপাড়া এলাকার বাসিন্দা আবু তাহের এর ছেলে এবং আমানুল হক সোহেল রামগড়ের মাস্টারপাড়া এলাকার মৃত এবায়দুল হকের ছেলে।
রামগড় থানা পুলিশ জানান, গোপন সূত্রে খবর পেয়ে রামগড়ের মাস্টার পাড়া এলাকা থেকে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করে র্যাব। তাদের দেহ তল্লাশি করে আব্দুর রহমান মিলনের কাছে থেকে ১টি বিদেশি অস্ত্র ও ১টি ম্যাগাজিন এবং অপর আসামি আমানুল হক সোহেল এর কাছে থেকে ২রাউন্ড তাজা গুলি সহ ১টি ম্যাগাজিন উদ্ধার করে। ৮টায় তাদের রামগড় থানায় হস্তান্তর করা হয়।
রামগড় থানার ওসি (তদন্ত)রাজীব কর আটকের সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় র্যাব ৭ এর নায়েক সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।