রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার রাইচ টনিক (পরিত্যক্ত মদ কারখানা) থেকে রবিবার সকালে বিবি খাদিজা (৫৫) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রামগড় পৌরসভার বল্টুরাম গ্রামের মো. নুরুল আলমের স্ত্রী।
পুলিশ জানায়, ২০ জুলাই রাতে বাসা থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। ২১জুলাই তাঁর ছেলে নুরুল ইসলাম রামগড় থানায় ডায়েরি করেন। রবিবার সকালে দুর্গন্ধের সূত্র ধরে স্থানীয় মহিলারা পরিত্যক্ত মদের কারখানায় তাঁর অর্ধগলিত লাশ দেখে পুলিশকে খবর দেয়।
ওসি তদন্ত রাজীব কর বলেন, লাশের নমুনা দেখে মনে হয় ২/৩দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। লাশ পচে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।