২১ফেব্র“য়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লংগদু উপজেলার রাবেতা মডেল কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার রাবেতা মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ। কলেজের বাংলা বিভাগের প্রভাষক খন্দকার হাসান আলী ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক হারুনুর রশীদ যৌথ মঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মুসা তালুকদার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ আজগর আলী। ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞান শাখার ছাত্র মোঃ অপু, সোহাগ মিয়া, মোঃ নুরুল আমিন।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইসলামিক শিক্ষার প্রভাষক মোঃ ঈসা কদেরী।