২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান করেছে বাংলাদেশ ছাত্রলীগ রাবেতা কলেজ শাখা।
রোববার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণ ও পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগ লংগদু উপজেলা শাখার সহসভাপতি রাকিব হাসান।
কলেজ শাখার সভাপতি জাহাঙ্গীর আলম অপুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তারেকুল ইসলামের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মো. হানিফ,মাইনীমূখ ইউনিয়ন শাখার সভাপতি ইমাম হোসেন ইমন,সহসভাপতি তরিকুল ইসলাম,২য় বর্ষের শিক্ষার্থী শাহীন আলম, নবীন শিক্ষার্থী তৌকির আহামেদ প্রমূখ।
সভাশেষে তিন শতাধিক নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও প্রীতি উপহার প্রদান করেন অতিথিবৃন্দ।