নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্রো ভাইস চ্যান্সেলর(উপ-উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেষ্ট্রি ও মলিউকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।
রাঙামাটির সন্তান কাঞ্চনকে এই নিয়োগ দিয়ে ৩০ জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই নির্দেশ জারির কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে উপ সচিব মোঃ নুর-ই-আলম এর সাক্ষরে এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগ আগামী চার বছরের জন্য কার্যকর থাকবে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে অধ্যাপক ড. কাঞ্চন চাকমা জানিয়েছেন, আমাকে মন্ত্রনালয় থেকে ফোন করে জানানোর পর প্রজ্ঞাপনও পাঠানো হয়েছে। আমি পার্বত্য চট্টগ্রামের সন্তান হিসেবে চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের এই বিশ্বিবিদ্যালয়টি তার কাংখিত প্রত্যাশার জায়গায় নিয়ে যেতে। আমি সবার সহযোগিতা চাই।’
২০১৩ সালে যাত্রা শুরু করা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্রথম প্রো-ভিসি হবেন ড. কাঞ্চন চাকমা।
এদিকে প্রোভিসি নিয়োগ হলেও এখনো চূড়ান্ত করা হয়নি ভিসি। বর্তমান ভিসি খাগড়াছড়ির সন্তান ড. প্রদানেন্দু বিকাশ চাকমার মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। টানা দ্বিতীয় মেয়াদ দায়িত্ব পালন করায় আইনত তার আর নতুন করে নিয়োগ পাওয়া সুযোগ নেই। তবুও তাকে পুনরায় ভিসি হিসেবে চাওয়া আকাংখার কথা জানিয়েছে গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত রিজেন্ট বোর্ড সভায় অংশ নেয়া কোন কোন সদস্য। তবে সম্ভাব্য ভিসি হিসেবে আলোচনায় আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরো একজন প্রগতিশীল শিক্ষকও।