বান্দরবানের নিখোঁজ রাবার ব্যবসায়ী মোজাহার মিয়া (৩৬) মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার’রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকার বাসিন্দার রাবার ব্যবসায়ী মোজাহের মিয়া (৩৬) গত বৃহস্পতিবার রাবার বিক্রির টাকা আদায় করতে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন। তারপর থেকে ব্যবসায়ীর কোনো খোঁজ পাওয়া যায়নি। গত শনিবার’রাতে ফাসিয়াখালী ইউনিয়নের পাশ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় ধান ক্ষেত্র থেকে ব্যবসায়ীর মস্তক বিহিন লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরের জামা-কাপড় ও পায়ের জুতা দেখে লাশটি তার স্বামীর বলে সনাক্ত করেছেন ব্যবসায়ীর স্ত্রী সাবেকুন নাহার।
ব্যবসায়ীর স্ত্রী সাবেকুন নাহার বলেন, কারোর সঙ্গে তার স্বামীর কোনো ধরণের শত্রুতা ছিলনা। রাবার বিক্রির টাকা আদায় করতে যাবার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে ছিলেন গতবৃহস্পতিবার। কিন্তু কারা তার স্বামীকে হত্যা করেছে তিনিই কিছু বলতে পারছেন না।
ফাসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার বলেন, রাঙ্গাঝিরি এলাকার বাসিন্দার রাবার ব্যবসায়ী মোজাহের মিয়া নিখোঁজ হয়েছিলেন গতবৃহস্পতিবার। অনেক খোঁজাখুজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি গতদুদিন। গতশনিবার’রাতে পাশ্ববর্তী খুটাখালী ধান ক্ষেত থেকে তার মস্তক বিহিন লাশ পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খুটাখালী ধান ক্ষেত থেকে মস্কক বিহিন একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি নিখোঁজ রাবার ব্যবসায়ী মোজাহের মিয়া’র বলে সনাক্ত করেছেন তার স্ত্রী। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Breraking
- বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা
- লামা উপজেলা ও পৌর শ্রমিকলীগের কমিটি
- নানান আনুষ্ঠানিকতায় রাঙামাটিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
- একটা গাছ কাটলে, দুইটা গাছ লাগাতে হবে: পার্বত্য মন্ত্রী
- বসতঘরের ওপর বাস!
- সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে বোমাং সার্কেল হেডম্যান সম্মেলন
- রাজস্থলীতে উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল বিতরণ
- রাবিপ্রবি কর্মচারীদের ১১ দফা দাবিতে মানববন্ধন