
সৈকত বাবু
রাত আটটা বাজার সাথে সাথে রাঙামাটি শহরজুড়ে নিরবতা নেমে এসেছে। ব্যস্ত দোকানিদের সকল ব্যস্ততা ফেলে বাড়ি ছুটেছেন। এ সময়ে শুনশান নিরবতা নেমে আসে শহরজুড়ে। যে মার্কেটগুলোর সামনে ক্রেতাদের আড্ডায় মুখোরিত থাকে সে স্থান এখন অনেকটা মানব শুণ্য।
কোভিড-১৯ বা করোনা পরিস্থিতির কারন সরকারি নির্দেশনা অনুযায়ী রাত আটটার মধ্যে শহরের সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা থাকায় আটটার মধ্যে প্রায় সকল দোকান বন্ধ করে দিয়েছে দোকান মালিকরা।
শহরঘুরে দেখা যায় ওষুধের দোকান ছাড়া প্রায় সকল দোকান বন্ধ রয়েছে। দোকনদারদের মধ্যেও সরকারি নির্দেশনা মানার প্রবনতা দেখা যায়। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান বন্ধ করে দেয়।
বনরূপার ব্যবসায়ী আবু তালেব বলেন, সরকারি নির্দেশনা রয়েছে আটটার মধ্যে দোকান বন্ধ রাখার, তাই আমরা সেই নির্দেশনা মেনে যথাসময়ে দোকান বন্ধ করেছি।
রিজার্ভ বাজারের ব্যবসায়ী সবুজ বলেন, করোনার সাথে সবাই লড়াই করছে, এখন আমরাও করছি। সরকারি নির্দেশনা না মানার কোন সুযোগ নাই তাই আমরা প্রশাসনের বেধে দেওয়া সময়ের মধ্যে দোকান বন্ধ করেছি।