রাঙামাটিতে প্রবল বর্ষণের ফলে পাহাগ ধসের শঙ্কায় শহরের ৪নং ওয়ার্ড তবলছড়ি এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের বৃহস্পতিবার মধ্যরাতে আশ্রয় কেন্দ্র সরিয়ে আনা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট পল্লব হোম দাশ এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় ৪নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভূমিধসের আশঙ্কা বিভিন্ন এলাকার ঝুঁকিপূর্ণ বাসবাসকারী একশত চল্লিশ জন মানুষকে এডিসি হিল আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রট পল্লব হোম দাশ পাহাড় টোয়েন্টিফোর ডটকম-কে- জানিয়েছেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের নির্দশে এই গভীর রাতে ঝুঁকিতে বসবাসরতদের আশ্রয়কেন্দ্রে নিয়ে এসেছি। এ কাজে পুলিশ বাহিনী আমাদের সহায়তা দিয়েছে। আমরা চাইনা একজন মানুষও যাতে ঝুঁকিপূর্ণ স্থানে থাকুক।’