তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে রাঙামাটির প্রতিবেশী চট্টগ্রামের রাণীরহাটে বিমানবন্দর স্থাপনের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি চেম্বার সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরের হোটেল আগ্রাবাদের ইছামতি হলে বৃহত্তর চট্টগ্রামের ৮টি চেম্বারের নেতাদের সঙ্গে এফবিসিসিআই এর সিনিয়র সহসভাপতি ও কাউন্সিল অব চেম্বার্স অব বাংলাদেশের সভাপতি শেখ ফজলে ফাহিমের আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
কংজরী চৌধুরী বলেন, তিন পার্বত্য জেলা বাদ দিয়ে ভিশন বাস্তবায়ন সম্ভব নয়। প্রচুর আম, কাঁঠাল, আনারস, হলুদ হয় পার্বত্য জেলায়। তাই কৃষিনির্ভর শিল্প গড়তে হবে। টুরিজমের বিকাশ ঘটাতে হবে। রানিরহাট বিমানবন্দরের জন্য উপযোগী। এটি হলে বাংলাদেশ এগিয়ে যাবে।
বান্দরবান উইম্যান চেম্বারের সভাপতি বলেন, বান্দরবানে টুরিজম ডেভলপ করেছে। কৃষির অফুরান সম্ভাবনা রয়েছে। এ দু’টি খাতে নারী উদ্যোক্তারা এগিয়ে আসছেন।