হেডম্যান নিয়োগ ও রাজস্বভুক্ত বদলি ও পদায়ন সংক্রান্ত জেলা প্রশাসকের সিদ্ধান্ত বাতিলের দাবিতে পার্বত্য চট্টগ্রাম তিন জেলা হেডম্যান এসোসিয়েশস (মৌজা প্রধান) এর পক্ষ থেকে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি হেডম্যান এসোসিয়েশন (মৌজা প্রধান) এর সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কেরল চাকমা, বান্দরবার বোমাং সার্কেল হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিমংপ্রু, খাগড়াছড়ি হেডম্যান এসোসিয়েশন (মৌজা প্রধান) সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের শাসনব্যবস্থা বাংলাদেশের অপরাপর জেলার শাসনব্যবস্থা থেকে ভিন্ন। ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ও পার্বত্য শান্তি চুক্তির আলোকে। প্রথাগত নেতৃত্ব সার্কেল চিফ, হেডম্যান ও কার্বারিগণের নিয়োগ, বরখাস্ত ইত্যাদি এই আইনের আলোকে ব্যবস্থা গ্রহণ হয়ে আসছে। কিন্তু জেলা প্রশাসক সম্মেলন-২০১৭ সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসকগণ হেডম্যানগণের নিয়োগ, বদলি, বরখাস্ত সংক্রান্ত নীতিমালা শান্তিচুক্তি ও আঞ্চলিক পরিষদ আইন এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা সব সময় সরকারের কাছে আমাদের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি করেছি কিন্তু কখনোই আমাদেরকে রাজস্বভূক্ত করার দাবি জানাইনি। জেলা প্রশাসক সম্মেলন-২০১৭ সিদ্ধান্ত বাতিল করা না হলে আমরা দুর্বার আন্দোলন করতে বাধ্য হবো।
রাঙামাটি হেডম্যান এসোসিয়েশনের (মৌজা প্রধান) এর সভাপতি চিংকিউ রোয়াজা বলেন, ‘সার্কেল চিফ, হেডম্যান ও কার্বারি পদটি বদলি যোগ্য নয়। সুতরাং জেলা প্রশাসক গৃহীত হেডম্যানগনের নিয়োগ বদলি ও রাজস্বভূক্ত করণের বিষয়টি পার্বত্য প্রচলিত আইন, প্রথা ও রীতির সাথে সংহতিপূর্ণ নয়। তাই আমরা এই আইনের বাতিলের দাবি করছি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
1 Comment
এটি সরকারের কুত্তার মতো বানাতে কৌশলগত হচ্ছে সামরিক শাসকগোষ্ঠী যা জুম্মদের খাল কেটে কুমির ডেকে আনা হবে।