রাজস্থলীরটিসহ রাঙামাটি জেলার ৭৩ জনের রিপোর্ট’ই নেগেটিভ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় মারা যাওয়া গার্মেন্টস কর্মীসহ এই পর্যন্ত পাওয়া ৭৩ জনের রিপোর্টই নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছে রাঙামাটি সিভিল সার্জন অফিস।
মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া রিপোর্টে জানা গেছে, এযাবৎ রাঙামাটি থেকে ১২৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে,যার মধ্যে এই ৭৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। এখনো হাতে আসেনি ৫০ জনের রিপোর্ট।
এছাড়াও রাঙামাটি জেলায় এই পর্যন্ত ৭২৪ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে নিজ নিজ বাসায় ৫৮১ জন এবং ১৪৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছিলো। কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে ২০১ জনের। বাকিদের কোয়ারেন্টিনের মেয়াদ এখনো চলমান।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ইনচার্জ ডা: মোÍফা কামাল জানিয়েছেন, রাজস্থলীতে মারা যাওয়া ব্যক্তির রিপোর্ট নেগেটিভ এসেছে,বাঘাইছড়িতে আইসোলেশনে মারা যাওয়া ব্যক্তির রিপোর্ট এখনো আমাদের হাতে আসেনি। এখন পর্যন্ত রাঙামাটিতে কোন পজিটিভ কেস না পাওয়াটা আমাদের জন্য চরম স্বস্তির। তবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে,বাসায় থাকতে হবে,সচেতন থাকতে হবে।’