
রাঙামাটির রাজস্থলী উপজেলায় সেনা টহলে সন্ত্রাসী হামলার ঘটনার আট দিন পর রাজস্থলী থানায় মামলা রুজু করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজস্থলী থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ‘থানার এসআই এরশাদ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি রুজু করা হয়েছে। মামলা নং- ২, তারিখ ২৬ আগস্ট, ২০১৯। মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত আসামি দেখানো হয়েছে, তবে অজ্ঞতার সংখ্যা নিদিষ্ট নয়।’
উল্লেখ্য, ১৮ আগস্ট সকাল ১০টার দিকে রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহলের ওপর সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের গুলিতে মো. নাসিম নামে এক সৈনিক গুলিবিদ্ধ হন। পরে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।