রাজস্থলী প্রতিনিধি ॥
কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রাঙামাটি জেলার রাজস্থলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।
এতে বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা নন্দীয় তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষিত ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।