রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা হল রুমে এই গণশুনানির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিমিনয় ও গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়সুইউ মারমা এবং জেলা প্রসাশকের সফর সঙ্গী নির্বাহী ম্যাজিসট্রেট এএসএম রিয়াদ হাসান গৌরবসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, হেডম্যান, কার্বারি, মেম্বার চেয়ারম্যান সুশীল সমাজের নেতৃত্ববৃন্দ।
জেলা প্রশাসক হলরুমে উন্মুক্ত আলোচনায় সবার কথা মনোযোগ সহকারে শোনেন। পরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং ১নং ঘিলাছড়ি ইউপি ভবন, হেডম্যান কার্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
তিনি বলেন, এ উপজেলা একটি শান্তি প্রিয় উপজেলা। এখানে সম্প্রীতি যাতে নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। উপজেলা প্রশাসন এক সেবামুলক প্রতিষ্ঠান তাই সবাই এখানে সেবা পাবে। আলোচনার পূর্বে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন।