রাঙামাটি
রাজস্থলীতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘ম্যালেরিয়া নির্মূলে প্রস্তুত আমরা’ এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত ২৫ এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বেড় হয়। র্যালিটি রাজস্থলী বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা এবং সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।