রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলীতে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এই সময় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ নব নির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া।
এসময় ইউএনও বলেন, সততা ও দক্ষতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন এবং সরকারের সকল কর্মকান্ড যথাযথভাবে পালন করতে হবে। সরকার ও স্থানীয় জনগণের মধ্যে সেতুবন্ধনের কাজ করে ইউনিয়ন পরিষদ। তাই সরকারের সেবাসমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আপনাদের সচেষ্ট থাকতে হবে।