পাহাড়ের অর্থনীতিব্রেকিংরাঙামাটিলিড

রাজস্থলীতে ধান্য মরিচের বাম্পার ফলন

রাজস্থলী উপজেলায় এবার ধান্য মরিচের বাম্পার ফলন হয়েছে। রাজস্থলীর দুর্গম পাহাড় ১নং ঘিলাছড়ি ইউনিয়নের মাঘাইন, জান্দিমইন ও মুবাছড়ি এলাকায় উঁচু উঁচু পাহাড়ে এ মরিচের চাষ করা হয়। পাহাড়িরা জুমে গায়ের ঘাম পায়ে ফেলে এ মরিচ চাষ করে থাকেন। তাদের উৎপাদিত মরিচ উপজেলা ও জেলার বাইরে তথা ঢাকা চট্টগ্রাম, কুমিল্লা, রাঙ্গুনিয়াসহ বিভিন্ন জায়গা সরবরাহ করে থাকে।

জান্দিমইন এলাকার কৃষক রতিমোহন তঞ্চঙ্গ্যা জানান, বর্ষা মৌসুমে তারা চারা রোপণ করেন, শীত কাল আসার সাথে সাথে মরিচ বিক্রি শুরু করে। একেক সময় মরিচের দাম একেক রকমের হয়। মুসলমানদের রমজানের সময় এ ধান্য মরিচের দাম আকাশচুম্বি।

বুধবার রাজস্থলী বাজারের সাপ্তাহিক হাটের দিন। এদিন হাটে প্রচুর ধান্য মরিচ বিক্রি হতে দেখা যায়। পাইকাররাও প্রচুর মরিচ কিনে নিয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, প্রতি সপ্তাহে এ ধান্য মরিচ বাজারে উঠতে দেখি। প্রায় সময় কৃষকরা পরামর্শ নেওয়ার জন্য অফিসে আসে। এবার ধান্য মরিচের বাম্পার ফলন হওয়াতে কৃষকরাও খুশি।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =

Back to top button