ছাত্রদল-যুবদলের পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাঙামাটি জেলা কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ছাত্রদলের বিদায়ী সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদারকে সভাপতি ও ছাত্রদলের বিদায়ী সহসভাপতি মাহাবুবুর রহমানকে সাধারন সম্পাদক করে সংগঠনটির তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
পাঁচ সদস্যের আংশিক কমিটির অন্য তিনজন হলেন সহসভাপতি জসীমউদ্দীন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু নাছের।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল আজ শুক্রবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা, একই সঙ্গে অধীনস্থ সব ইউনিট কমিটি গঠন করে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
1 Comment
অভিনন্দন ও শুভেচ্ছা রহিলো ভাইদের জন্য