রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন নাজিম

রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের একটি সংগঠন ‘রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি এশিয়ান এজ ও দৈনিক জবাবদিহি পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি মো: নাজিমউদ্দিন। তিনি একই সাথে রাঙামাটির স্থানীয় পত্রিকা,দৈনিক রাঙামাটিতেও কর্মরত আছেন। সভাপতি পদে ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাজিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাপ্তাহিক পাহাড়ের সময় পত্রিকার সম্পাদক মিল্টন বড়ুয়া পেয়েছেন ৩ ভোট।
৭ সদস্যের সংগঠনে প্রত্যেকেই প্রার্থী,প্রত্যেকেই ভোটার-হিসেবেই নির্বাচনে অংশ নেয় বলে জানিয়েছেন নব নির্বাচিত সভাপতি নাজিম। ১৫ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের কাজে সার্বিক সহযোগিতা করেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও রাঙামাটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক।
সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিদায়ী কমিটির সভাপতি ও এসএ টিভির প্রতিনিধি মোহাম্মদ সোলায়মান।
সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভি’র রাঙামাটি প্রতিনিধি আলমগীর মানিক। বাংলাদেশ টুডে পত্রিকার প্রতিনিধি শফিকুর রহমান অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য তিন সদস্য হলেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সভাপতি মিল্টন বড়ুয়া, সাবেক সাধারন সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টিভি ও টিবিএস পত্রিকার রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা এবং মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল আমিন মানিক।
গঠনতন্ত্র অনুসারে নব নির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন সভাপতি নাজিমউদ্দিন। দায়িত্ব পালনে সবার সহযোগিতাও কামনা করেছেন তিনি।
প্রসঙ্গত,পার্বত্য শহর রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের নয়টি সংগঠন রয়েছে। সংগঠনগুলো হলো-রাঙামাটি প্রেসক্লাব,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি,রাঙামাটি সাংবাদিক সমিতি,রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন,রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্ক,রাঙামাটি সাংবাদিক ফোরাম, রাঙামাটি জার্নালিস্ট এসোসিয়েশন,রাঙামাটি অনলাইন প্রেসক্লাব, সদর উপজেলা প্রেসক্লাব। প্রায় শ’খানেক সাংবাদিক পার্বত্য এই জেলার মানুষকে প্রতিনিয়ত জেলার খবরাখবর পৌঁছে দিচ্ছেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে।