হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০১৭ উপলক্ষে ঐতিহ্যবাহী রাঙামাটি সরকারি মহিলা কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫আগস্ট’১৭ মঙ্গলবার বেলা ১১টায় কলেজের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক এম.রাশেদুল হক। শোক দিবসের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হক খোন্দকার । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মোঃ সফিকুল আলম ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শেখ মুজিবুর রহমান একটি নামই শুধু নয়; এটি একটি প্রতিষ্ঠান, বঙ্গবন্ধু একটি ইতিহাস, জাতির জনক একটি চেতনার নাম। যিনি দিনে দিনে জনগনের ভালোবাসায় ‘খোকা’ থেকে ‘শেখ মুজিব’ , পরে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু এবং পরবর্তীতে বাঙালি জাতির জনকে পরিণত হয়েছিলেন । তিনি আরও বলেন, জীবিত বঙ্গবন্ধু থেকে শহীদ বঙ্গবন্ধু অনেক বেশী শক্তিশালী, অনেক বেশী প্রভাবসঞ্চারী; তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলেও তাঁর চেতনা চিরভাস্বর। তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিস্ঠায় তাঁর জীবনাদর্শ অনুসরণ করার জন্য আহবান জানান। আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের প্রভাষক রূপক খীসা, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ইতি সরকার, দ্বাদশ শ্রেণি’র ছাত্রী প্রিয়া দে এবং একাদশ শ্রেণি’র ছাত্রী জান্নাতুল নাইমা রীমু প্রমুখ ।
অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা, কবিতা আবৃত্তি ও হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় । আলোচনা সভার প্রারম্ভে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। অনুস্ঠানের সভাপতি জনাব এম রাশেদুল হক’র সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।