‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি সরকারি কলেজের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাঙামাটি সরকারি কলেজ পতাকা চত্ত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে কলেজের মূল ফটক থেকে ঘুরে আবারো কলেজের পতাকা চত্ত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো: ফেরদৌস কবির, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক অনির্বাণ বড়ুয়া, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো. মহিউদ্দিন, কলেজের সহযোগী অধ্যাপক মো: বজলুল করিম, আবুল হাসনাত, মো: মফিজুল হকসহ কলেজের শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ।