চলমান করোনা পরিস্থিতিকে সামনে রেখে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে রাঙামাটি সেনা রিজিয়নী কর্তৃক এক মিনিটের ঈদ বাজার নামক একটি ভিন্নধর্মী কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার সকালে মারী স্টেডিয়ামে ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায়, রাঙামাটি রিজিয়ন কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে অসহায়, দুঃস্থ ও কর্মহীন মানুষের
মাঝে প্রয়োজনীয় পণ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
রাঙামাটি রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, রাঙামাটি সদর জোন কামান্ডার লেঃ কর্নেল রফিকুল ইসলামসহ উর্দ্ধতন সেনা কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী জানায়, আগত ক্রেতাদের বাজারের প্রবেশ পথে হাত ধোয়া ও জীবাণুমুক্ত করণের ব্যবস্থা করেই আগে থেকেই এলাকার দুস্থ ও অসহায় পরিবারের তালিকা তৈরি করে প্রত্যেক পরিবারের প্রতিনিধির নিকট টোকেন
সরবরাহ করা হয়। টোকেন দেখিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্পতম সময়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করে প্রতিটি পরিবার।
এক মিনিটের ঈদ বাজার নামে পরিচিত হলেও এই কর্মসূচিতে আসা ক্রেতাদেরকে চাল, ডাল, সেমাই, শাড়ী, লুঙ্গি, থামিসহ মোট ১৫ প্রকার দ্রব্য সামগ্রী প্রদান করা হয়েছে বিনামূল্যে।
রাঙামাটি রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান বলেন, করোনার ফলে সাধারণ মানুষের জীবন ও জীবিকা বির্পযস্ত। স্থানীয় বাজার, দোকান পাট ও গনপরিবহন সব বন্ধ রয়েছে। যারা দিন মজুর ও অসহায় তাদের জন্য আমরা ১ মিনিটের ঈদ বাজারের ব্যবস্থা করেছি। যাতে ঈদের দিন তাদের মুখে হাসি ফোটে। বর্তমান করোনা পরিস্থিতিতে ধর্ম ও বর্ণ ভেদাভেদ ভুলে
এলাকায় হতদরিদ্র ও অসহায় জনসাধারণের ঘরে কিছুটা হলেও ঈদেও আনন্দ পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ।