জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে। সোমবার দুপুর ১২টা হতে ২টা পর্যন্ত শহরের রিজার্ভ বাজারে পরিচালিত এই অভিযানে ৯টি প্রতিষ্ঠান পরিদর্শন করে অধিদপ্তরের কর্মকর্তারা। এই সময় তারা ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ ধারায় সাত হাজার টাকা জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ হাসানুজ্জামান পরিচালিত এই অভিযানে একটি হোটেলে সংবাদপত্র ব্যবহার করে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও ময়লাযুক্ত পানি খাবার পানি হিসেবে ব্যবহার করায় ৫৩ ধারায় ২,০০০/- জরিমানা করে সতর্ক করা হয়। একই এলাকার একটি বরফ কলকে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করায় ৪৩ ধারায় ৫,০০০/- জরিমানা করে ৫ কেইস আইসক্রিম ধ্বংস করা হয়েছে।
এসময় উপস্থিত ব্যবসায়ীবৃন্দ ও ভোক্তাসাধারণের মাঝে ভোক্তা অধিকার বিষয়ক প্রচারপত্র বিতরণ করে আইনটি মেনে চলতে অনুরোধ করা হয়। অভিযান পরিচালনায় রাঙামাটি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ছাড়াও সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোসাম্মৎ নাসিমা আক্তার খানম।