রাঙামাটি শহরের পুলিশ লাইন এলাকায় মাটিচাপা পড়ে ছয় বছরের এক শিশু মারা গেছে। শিশুটির নাম মাহিমা আক্তার।
সে পেশায় পাইপ মিস্ত্রি মো: শাহজাহানের কণ্যা।
প্রতিবেশিরা জানিয়েছে,পাহাড়ের ঢাল থেকে মাটি ধ্বসে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। পরে তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগও শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, রবিবার রাত থেকেই রাঙামাটি শহরে প্রবল বর্ষণ হচ্ছে।
Previous Articleছাত্র ইউনিয়ন নেত্রী চায়না পাটোয়ারি’র জামিন মঞ্জুর
Next Article লংগদু : হতাশা আর এক চিলতে আশা
২ Comments
kon elakay???
স্বাস্থ্য মন্ত্রী মারা গেছে নাকি তার শিশু?
ছবিতে কি দেখা যাচ্ছে?