সারা জাহানের শান্তির পায়গাম নিয়ে আসা মহান আল্লাহ পাকের প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ (সাঃ) রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মা আমেনার ঘর আলোকিত করে পৃথিবী পৃষ্টে শুভ আগমন করেন। সারা জাহান যে প্রিয় নবীর জন্য সৃজন হয়েছে তারই আগমনের দিনটি হচ্ছে সকল ঈদের চেয়ে আনন্দময় ও উল্লাসের দিন। ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে প্রতি বছরের ন্যায় রাঙামাটিতে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার আয়োজনে শুক্রবার বাদ-এ জুমা ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে জশনে জুলুশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি শহরের রির্জাভ বাজার জামে মসজিদ থেকে জুলুশটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা জামে মসজিদে এসে শেষ হয়। জুলুশ নানান বয়সের হাজারো মানুষের সমাগমে আনন্দময় উৎসবে রূপ নেয়। সারিবদ্ধ ভাবে শত শত মানুষের কন্ঠে ‘নারায়ে তাকবীর-আল্লাহু আকবর, নারায়ে রিসালাত-ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারায়ে গাউছিয়া -ইয়া গাউসুল আজম দস্তগীর (রা:) শাহেন শাহে ছিরিকোট-জিন্দাবাদ জিন্দাবাদ’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে চারপাশ। ছোট ছোট বাচ্চাদের কন্ঠে শোনা যায় কাজী নজরুলের সেই নাতে-রাসুল ‘ত্রিভূবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়’।
শহরের মানিকছড়ি থেকে শুরু করে রিজার্ভ বাজার, তবলছড়ি পর্যন্ত ইসলাম ধর্মাবলম্বিরা অসংখ্য গাড়ি নিয়ে জুলুশে যোগদান করেন।
অজ¯্র গাড়ির মাঝে মদিনা পাগল প্রিয় নবীর আগমনে যাদের মন উল্লসিত সেই ফুলে সজ্জিত হুজুরদের গাড়ির দেখা মিলে। অন্য একটি গাড়িতে প্রিয় নবীর আগমনী বার্তায় সুরে সুরে জানান দিতে থাকে ইসলামি শায়েরবৃন্দ।
জুলুশ শেষে বনরূপা জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব ও রাঙামাটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম নঈমী (ম:জি:আ:)’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা মুহাম্মদ নুরুল আলম হেজাজী।
মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ¦ পেয়ার মুহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর এলাহী সিকদার। মাহফিলে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ¦ মুহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী সেলিম’র সঞ্চালনায় রাঙামাটি বিভিন্ন মসজিদের খতিব ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, শুধু রাঙামাটি নয় সারা বিশ^ হচ্ছে সুন্নীয়তের ঘাঁটি। সুন্নীরা প্রিয় নবী (সাঃ) এর প্রেম ও মুহাব্বত মনে প্রাণে ধারণ করে। তিনি আরো বলেন, সকলের প্রয়োজন প্রিয় নবীর প্রেম মনে ধারণ করে, তার জীবনকে অনুসরণ করে, নিজের জীবন গড়ে তোলা।
মিলাদ মাহফিলে ইসলামি চিন্তাবিদ ও বিভিন্ন মসজিদের খতিবেরা ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং সারা বিশে^র সকল জাতি, গোষ্ঠি ও সম্প্রদায়ের জন্যে দোয়া করা হয়।