শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত ১১দিনের কর্মসূচির অংশ হিসেবে ও বিশ্ব পরিবেশ দিবসে রাঙামাটি শহরের রিজার্ভমূখ এলাকায় ও ফিসারী বাঁধে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাঙামাটি ছাত্রদল।
ছাত্রদল নেতাকর্মীরা ফলজ ও বনজ গাছের পাশাপাশি বাঁধের সৌন্দর্য রক্ষায় কৃঞ্চচূড়া গাছও রোপন করে।
উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের অর্থ সম্পাদক জুয়েল চৌধুরী টুকু , মোঃ গালিব হাসান,৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল ইসলাম, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিমেষ রয়,৩নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম টিপু, ছাত্রদল নেতা সানি আহমেদ, বান্না সহ বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ।