নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি জেলা শহরে ৭ মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে জেলা শহরের রিজার্ভবাজার হলুদিয়া পাহাড় এলাকায় মাদক বিক্রির সময় সাজ্জাদ হোসেন টিপু (২৫) নামে এই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ২৫ গ্রাম গুঁড়ো ইয়াবা উদ্ধার করা হয়। ২৫ গ্রাম গুঁড়ো ইয়াবা ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটের সমপরিমাণ বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, আটক সাজ্জাদ হোসেন টিপুর বিরুদ্ধে আগেও মাদক বিক্রির অভিযোগে থানায় ৭টি জিআর মামলার রয়েছে। সে একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তার বাসা রিজার্ভবাজার মহসিন কলোনী হলেও সে বাসায় থাকতে না। নানান সময় অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। একইসঙ্গে তার কাছ থেকে ২৫স পিচ এবং প্রায় ২৫ গ্রাম গুড়ো ইয়াবা উদ্ধার করা হয়।