
রাঙামাটি শহরের রাজবাড়ি জিমনেশিয়াম এলাকা থেকে এক অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে কাপ্তাই হ্রদ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয় নারীরা কাপ্তাই হ্রদে এই লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়, পরে তারা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি পানি থেকে উদ্ধার করে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া বলেন, সকালে আমরা সংবাদ পায় জিমনেশিয়াম এলাকার কাপ্তাই হ্রদে একটা লাশ ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং লাশটি হ্রদ থেকে উদ্ধার করা হয়। তিনি আরো জানান, লাশটি দীর্ঘদিন পানিতে থাকার ফলে শরীরে পচন ধরেছে, এতে প্রথম পর্যায়ে তার পরিচয় চিহ্নিত করা যাচ্ছে না। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।