রাঙামাটির নানিয়ারচরের আলোচিত ছয় হত্যাকান্ডকে কেন্দ্র করে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাঙামাটি পৌরসভার সামনে, ভেদভেদী পুলিশ চেক পোস্ট, বাংলাদেশ টেলিভিশন স্টেশন রাঙামাটি উপকেন্দ্র এলাকা ও মানিকছড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ তল্লাশি চালানো হয়।
পুৃলিশ সূত্রে জানা গেছে, নানিয়ারচর উপজেলায় ২৪ ঘন্টার ব্যবধানে ছয়জনকে হত্যার পর খুনিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এরি অংশ হিসেবে গাড়ি থামিয়ে দেহ ও গাড়ি তল্লাশি করছে পুলিশ। এছাড়া অবৈধ গাড়ি ধরা ও সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভেদভেদী পুলিশ চেক পোস্ট’র ফাঁড়ি ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, নানিয়ারচরে ৬ হত্যাকান্ডের পর পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানের অংশ বিষয়ে দেহ ও গাড়ি তল্লাশি করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ মে দুর্বৃত্তের গুলিতে নিহত হন রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শীর্ষনেতা শক্তিমান চাকমা। পরদিন (৪ মে) তার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে নানিয়ারচরের বেতছড়ি এলাকায় দুর্বৃত্তের ব্রাশফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র আহবায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জন নিহত ও ৮ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
এদিকে, বুধবার ইউপিডিএফ সভাপতিসহ ১১৮জনকে আসামী নানিয়ারচর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন শক্তিমান চাকমা হত্যার সময়ে আহত রুপম চাকমা ও তপন জ্যেতি চাকমাসহ ৫ জন নিহতের ঘটনায় আহত অর্চিন চাকমা।
4 Comments
সন্রাসীরা পাহাড়ে অস্ত্র নিয়ে ঘুরছে, রাস্তায় তল্লাসি নামা ভন্ডামি করছে।
সন্ত্রাসী বলতে কোন কথা নেই ,
ইয়াবা খোরদের বিরুদ্ধে পুলিশের
অভিযান অব্যহত থাকুক ৷
রাংগামাটি স্টেডিয়ামের পাশাপাশি প্রায়ঔই দেখা যায় ৷
degile loge loge hoy hi nw dos da polijore
ছাত্রীও তল্লাশি থেকে বাদ যাচ্ছেনা ৷