রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটি’র বোর্ড সভার সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন রোটারি বর্ষের (২০২০-২০২১) ক্লাব সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোটার্যাক্টর কাউছার চৌধুরী রিপন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোটার্যাক্টর আলী হোসেন।
রবিবার বিকালে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে বোর্ড সভা পরিচালনা করেন ২০১৯-২০ রোটারি বর্ষের সভাপতি রোঃ অলি আহাদ।
এসময় ভিডিও কনফারেন্সে ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান আর আই ডি ৩২৮২, বাংলাদেশের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোঃ আবু বকর, ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান আর আই ডি ৩২৮২,বাংলাদেশের রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ রোঃ আমিনুল ইসলাম, ক্লাবের আই পিপি ও বর্তমান আর আই ডি ৩২৮২, বাংলাদেশের ডি আর আর স্পেশাল রিপ্রেজেন্টেটিভ রোঃ মোঃইসহাক, ক্লাবের সহ-সভাপতি রোঃ সালাম, সহ-সভাপতি রোঃসুজন, সচিব রোঃ মণি ,জয়েন্ট সেক্রেটারি রোঃমঈন, জয়েন্ট সেক্রেটারি রোঃরবিউল, জয়েন্ট সেক্রেটারি রোঃ সঞ্চিতা বড়ুয়া, কো-ট্রেজারার রোঃ কামরুল, ক্লাব সার্ভিস রোঃরুবেল, ইন্ট্যারন্যাশনাল সার্ভিস রোঃ আজাদ, সার্জেন্ট রোঃনাজমা উপস্থিত ছিলেন।
আগামী ১লা জুলাই থেকে শুরু হওয়া নতুন রোটারি বর্ষে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব বুঝে নিবেন বলে ক্লাব সূত্রে জানা যায়।