বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তরের ‘কমিউনিটি ডেভেলপমেন্ট’ বিভাগের সহায়তায়-আন্তর্জাতিক রেড ক্রস কমিটির অর্থায়নে এবং রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট এর সার্বিক তত্ত্বাবধানে “ইকোসেক” প্রকল্প পরিচালিত হচ্ছে। প্রকল্পের উদ্দেশ্য প্রান্তিক জনগোষ্টির অর্থনৈতিক নিরাপত্তা বেস্টনী তৈরি করা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার প্রকল্প বাস্তবায়ন কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্প বাস্তবায়ন কমিটির আহবায়ক ও রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন- পিআইসি কমিটির সদস্য দানবীর চাকমা, মহতী চাকমা, সদস্য সচিব নুরুল করিমসহ কমিউনিটির সিডিসি লিডার ১৪ জন, এপিও,এফও ও সিও ১৮ জনসহ সর্বমোট ৩৮ জন।
বক্তারা প্রকল্পের যাবতীয় কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সভায় বক্তারা সিডিসি’র মাধ্যমে উপকারভোগীদের প্রকল্পের উদ্দেশ্য,লক্ষ্য এবং যথোপযুক্ত উন্নয়ন মূলক কাজে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করে-নিজেদের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার অনুরোধ জানান। উল্লেখ্য যে, ইতোমধ্যে ৬৬০ জন সুবিধাভোগীদের মাঝে ৩০,০০০/- টাকা হারে চেক বিতরণ করা হয়েছে।(বিজ্ঞপ্তি)