মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েনি রাঙামাটি রেডক্রিসেন্ট নির্বাচনের কোন প্রার্থী। ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ার পর সেক্রেটারি পদের দুই প্রার্থীর দিকেই এখন নজর সবার। বর্তমান সেক্রেটারি মাহফুজ ও নতুন প্রার্থী মুন্না প্রার্থী হওয়ায় জমে উঠেছে এই নির্বাচন। অন্যদিকে সাধারন সদস্যদের মধ্যে ৫ টি পদের জন্য ১২ জন মনোনয়নপত্র নিলেও জমা দিয়েছেন ১১ জন।
এদিকে নির্বাচনের আগেই ভোট কেন্দ্র শহীদ আব্দুল আলী একাডেমি নিয়ে শুরু হওয়া টানাপোড়েন দৃশ্যত শেষ হয়েছে বৃহস্পতিবার। এদিন নিজেদের এক সভায় নির্বাচন পরিচালনা কমিটি সাফ জানিয়ে দিয়েছে,ঘোষিত তফসিল অনুসারে,নির্ধারিত স্থানেই অনুষ্ঠিত হবে নির্বাচন। এর আগে বর্তমান সেক্রেটারি মাহফুজ আহমেদ নির্বাচন পরিচালনা কমিটির কাছে আবেদন করেছিলেন,শুক্রবার বিবেচনায় ভোটের তারিখ পরিবর্তন এবং ভোটকেন্দ্র শহীদ আব্দুল আলী একাডেমি পরিবর্তন করে ক্ষুদ্র গোষ্ঠি নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউটে আনার। একই সময়ে আরেক প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্নাও আরেকটি আবেদন করে জানিয়েছেন, একই তারিখ ও স্থান বহাল রাখার।
দুই সেক্রেটারির পাল্টাপাল্টি আবেদনের মধ্যেই বৃহস্পতিবার বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছে,ঘোষিত তফসিলে বর্ণিত সময় ও স্থানেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার হাবিবুর রহমান বলেন,‘ দুইজন প্রার্থী ভিন্ন ভিন্ন দাবি সম্বলিত দুটি আবেদন আমরা পেয়েছিলাম,আবেদন দুটি যাচাই বাছাই করে আমাদেরকে মনে হয়েছে ঘোষিত কেন্দ্রে ভোটগ্রহণে কোন সমস্যা নেই এবং আমরা পর্যালোচনা করে দেখেছি আগের নির্বাচনও শুক্রবারেই অনুষ্ঠিত হয়েছে। নামাজের জন্য আমরা একঘন্টা বিরতি রাখব,ফলে কোন সমস্যা হবে। এছাড়া গতবার ৪ টি বুথ থাকলেও এবার আমরা ৬ টা বুথ করব। সুতরাং কোন সমস্যা হবে না।’
রাঙামাটি রেডক্রিসেন্ট নির্বাচনে এবার ১১৩৯ জন ভোটার অংশ নিবেন,যাদের মধ্যে রয়েছেন আজীবন ও বার্ষিক সদস্য। আগামী ৪ ডিসেম্বর রাঙামাটি শহরের শহীদ আব্দুল আলী একাডেমিতে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে আছেন সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ,আওয়ামীলীগ নেতা উসা মং মারমা এবং রেডক্রিসেন্ট এর ইউনিট অফিসার।