রাঙামাটি রেডক্রিসেন্ট সোসাইটি নির্বাচনে নিজের ভোট দেয়া হয়েছে জেনে বিস্ময় প্রকাশ করেছেন বাঘাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএনলারমা)’র অন্যতম শীর্ষ নেতা সুদর্শন চাকমা।
শুক্রবার বিকালে তিনি পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে বলেন, আমি শুনেছি আমার ভোট দিয়ে দেয়া হয়েছে। এটাতো বড় ধরণের কারচুপি। কারণ আমি শেষ কবে রাঙামাটি গেছি নিজেও ভুলে গেছি। আমি রেডক্রিসেন্ট এর আজীবন সদস্য। আমিতো জানিইনা নির্বাচন হচ্ছে। আমাকে কোন চিঠিও দেয়া হয়নি,কেউ জানায়ওনি।’ নিজের ভোট অন্য কেউ দিয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ভূতে হয়তো আমার ভোট দিয়েছে ! একটি আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে এমনটি হওয়া উচিত না।’
শুধু সুদর্শন চাকমাই নয়, জাল ভোট দেয়ার অভিযোগ উঠে এসেছেন পাহাড়টোয়েন্টিফোরের নিজস্ব অনুসন্ধানেও।
দুই বছর ধরে সৌদি আরবে অবস্থান করা শহরের পুরানপাড়ার বাদশা আলমগীর, শুক্রবার বাঘাইছড়িতেই অবস্থান করা উপজেলা বিএনপির সভাপতি জাবেদুল আলম,মায়ের মৃত্যুজনিত মিলাদ মাহফিলের কারণে কাউখালীতে থাকা জসীমউদ্দীনসহ অসংখ্য অনুপস্থিত ভোটারের ভোট পড়েছে শুক্রবার রাঙামাটি শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবি সংগঠন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র রাঙামাটি ইউনিট এর নির্বাচনে !
শুধু তাই নয়,রাঙামাটি রেডক্রিসেন্টেই দীর্ঘদিন ধরে যুব প্রধান ও ইউনিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করে বর্তমান লক্ষীপুর রেডক্রিসেন্টে একই পদে কর্মরত নাসরিন আক্তার ভোট দিতে এসে দেখেন,আগেই দেয়া হয়ে গেছে তার ভোট ! কেন্দ্রেই না আসা আরেকজন ভোটার, স্কুলশিক্ষক ও আজীবন সদস্য খুশি নাহারের ভোটও দিয়ে দিয়েছে ‘জালভোট’ প্রদানকারিরা।
রেডক্রিসেন্ট সোসাইটির বিগত কমিটির সদস্য মো: জসীমউদ্দীন বলেছেন, আমিতো শুক্রবার সারাদিন কাউখালীতেই। আমার মায়ের মৃত্যুর কারণে পারিবারিকভাবে একটি মিলাদ মাহফিলের আয়োজন নিয়ে ব্যস্ত ছিলাম। শুনলাম আমার ভোটও দিয়ে দেয়া হয়েছে। এটা লজ্জাজনক।’
আজীবন সদস্য খুশি নাহারও তার ভোট দিয়ে দেয়ার খবর শুনে বিস্মিত। তিনি বলেন, আমার কাছে তো কোন প্রার্থী ভোটও চায়নি,আমি জানিও না যে নির্বাচন হচ্ছে।’
সুদর্শন চাকমা,জসীমউদ্দীন কিংবা খুশি নাহারই নয়,এমন অসংখ্য ভোটারের ভোট দেয়ার তথ্য পাওয়া গেছে পাহাড়টোয়েন্টিফোর ডট কম এর নিজস্ব অনুসন্ধানে।
তবে সব অভিযোগ অস্বীকার করে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল উল্টো দাবি করেছেন,আমি সুদর্শন চাকমার সাথে নিজে কথা বলেছি,তিনি উপস্থিত ছিলেন, আমরা পাশাপাশি বসেও ছিলাম !
বেলায়েতের দাবি শুনে বিস্মিত সুদর্শন চাকমা বলেন, একটা সামান্য রেডক্রিসেন্ট নির্বাচন নিয়ে এমন ভয়ংকর মিথ্যাচার কেনো ? আমি নিরাপত্তাজনিত কারণে কত বছর ধরে রাঙামাটি যাইনা, আর ওনি দাবি করছেন আমার সাথে বসেছেন ! ওনি কি তবে আমার ভূত দেখেছেন ? আশ্চর্য্য আমি ! আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। এসব মিথ্যা,বানোয়াট ও ভূয়া কথা কি করে বলে এরা ?’
4 Comments
তার মানে কি সাধারন জনগন জীবনের নওরাপত্তা ও খুজে পাচ্ছেনা?
জাতিয় নির্বাচনে মরা মানুষের ভোট গ্রহন করে জে এস এস।
তারা তো যাদুগর,,বিদেশ হতে যাদুর সাহায্যে দেশে নিয়ে ভোট দেওয়াই,, যেমন আমাকে নিয়ে গিয়েছিল,, হিহিহি কি মজা উড়ে উড়ে ভোট দেওয়া
৩ দিন আগে তোলা ছবি,,প্রবাস থেকে