রাঙামাটি রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে সেক্রেটারি পদের এক প্রার্থী নির্বাচনের কেন্দ্র পরিবর্তনের জন্য আবেদন করেছেন। সেক্রেটারি প্রার্থী সৈকত রঞ্জন চৌধুরী নির্বাচন পরিচালনা কমিটির কাছে দেয়া এক আবেদনে বলেছেন-‘রেডক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি অফিস থেকে অন্তত: কয়েক কিলোমিটার দূরের শহীদ আব্দুল আলী একাডেমিতে ভোটকেন্দ্র স্থাপন করাটা বিস্ময়কর। সাধারনত অফিসের আশেপাশেই বরাবরই ভোটকেন্দ্র ও সাধারন সভার স্থান নির্ধারন করা হলেও এই প্রথমবারের মতো এতোদূরে ভোটকেন্দ্র স্থাপন করা হলো,যা বেশ সংশয় ও ঝুঁকির জন্ম দিয়েছি।’
প্রধান নির্বাচন কমিশনার বরাবরে দেয়া আবেদন সৈকত রঞ্জন চৌধুরী , নির্ধারিত বর্তমান স্থানটির পরিবর্তে শহরের মাঝামাঝি কোন স্থানে ভোটকেন্দ্র ও সাধারন সভার স্থান পুননির্ধারন করার দাবি জানিয়েছেন। ‘একটি অর্থবহ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সদস্যদের যাতায়াতের সুবিধার্থে’ এই দাবি করেছেন তিনি।
এই প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও রাঙামাটি চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেছেন, আমরা আবেদনটি পাওয়ার পর দ্রুত আজই ( রবিবার) জরুরী সভা করেছি নির্বাচন পরিচালনা কমিটি। যেহেতু বর্তমান ভেন্যুটির স্থান আগেই ঠিক করা হয়েছে এবং সদস্যদের ইতোমধ্যেই চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। তাই এই মুুহুর্তে পরিবর্তন সম্ভব নয়। তবে আমরা নিশ্চয়তা দিচ্ছি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে,কোন প্রকার রাজনৈতিক বা অন্য কোন হস্তক্ষেপ হবেনা। এবং পর্যাপ্ত পুলিশ থাকবে,প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নিবো আমি। কারো কোন ভয়ের কারণ নাই। সবাই নির্বিঘেœ ভোট দিতে পারবেন। ’
এই প্রসঙ্গে আবেদনকারি সেক্রেটারি প্রার্থী সৈকত রঞ্জন চৌধুরী বলেছেন, নিজেদের কর্মী দিয়ে বার্ষিক ভোটার তালিকা তৈরি,রীতি ভেঙ্গে রেডক্রিসেন্ট এর অফিস থেকে কয়েক কিলোমিটার দূরে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় কেন্দ্র ও সভার স্থাপন নির্ধারন করার মাধ্যমে ইতোমধ্যেই ভোটের পরিবেশকে প্রভাবিত করা হয়েছে। ইতোমধ্যেই আমাকে ও আমার সমর্থকদের প্রকাশ্যেই হুমকি দেয়া হচ্ছে। তাই আমি কেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছিলাম। এখন নির্বাচন কমিশন যদি সেটাও না রাখে,কিইবা করতে পারি।’ তিনি অভিযোগ করেন, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবসের অনুষ্ঠানে যেভাবে একজন শীর্ষ আওয়ামীলীগ নেতা সেক্রেটারি প্রার্থীকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন,তা রেডক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক স্পিরিট এর সাথেও সংগতিপূর্ণ নয়।’
প্রসঙ্গত,রাঙামাটি রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে সেক্রেটারি পদে প্রতিদ্বন্ধিতা করছেন পৌর আওয়ামীলীগের সহসভাপতি মাহফুজুর রহমান ও সাবেক ছাত্র ইউনিয়ন সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী।
ইতোমধ্যেই এই সংগঠনটির কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে সরকারি দল সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামালউদ্দিনের বিপক্ষে মনোনয়ন নিয়েছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক,সদর থানা বিএনপির সভাপতি ও রাঙামাটি বারের যুগ্ম সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন। কিন্তু ‘অজ্ঞাত’ কারণে তিনি শেষ মুহুর্তে মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন হাজী কামাল।
অন্যদিকে সদস্যের পাঁচ পদে ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও যাচাই বাছাই কালে সাবেক ছাত্রলীগ নেতা ক্যাচিং মার্মার মনোনয়ন বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়ালউদ্দিন,জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সিএইচটি ভয়েচ সম্পাদক কামালউদ্দিন,সিএইচটি লাইভের বার্তা প্রধান ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ সোলায়মান,সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও চিত্রশিল্পী রেজাউল করিম রেজা,বঙ্গবন্ধু প্রজন্ম লীগের জেলা আহ্বায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা এনএম জাহাঙ্গীর।