বহুল আলোচিত রাঙামাটি রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে বিজয়ী হয়েছেন পৌর আওয়ামীলীগের সহসভাপতি মাহফুজুর রহমান। ৯৬৬ জন ভোটারের মধ্যে যে ৭১৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদের মধ্যে ৬৫৮ জনের ভোট পেয়ে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন তিনি। তার একমাত্র প্রতিদ্বন্ধি জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী পেয়েছেন ৪৩ ভোট। বাতিল হয়েছে ১২ টি ভোট।
নির্বাচন কমিশনার বেলায়েত হোসেন বেলাল ভোটের এই ফলাফলের কথা নিশ্চিত করেছেন পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে।
সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত রাঙামাটি শহরের রিজার্ভবাজারের শহীদ আব্দুল আলী একাডেমিতে অনুষ্ঠিত হয় এ নির্বাচন।
দুপুর একটায় নির্বাচনে ব্যাপক জালভোট ও অনিয়মনের অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখান থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন সৈকত রঞ্জন চৌধুরী। তিনি রাঙামাটি রিপোর্টার্স ইউনিনিটিতে এক সাংবাদিক সম্মেলনে, নির্বাচনে ব্যাপক জালভোট প্রদানের অভিযোগ আনেন।
এর আগে ভাইস চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামালউদ্দিন। সদস্য পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাওয়ালউদ্দীন, জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কামালউদ্দিন,সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও বর্তমান পৌরসভার কর পরিদর্শক রেজাউল করিম রেজা, সাবেক ছাত্র শিবির নেতা ও বাঙালী ছাত্র পরিষদ সভাপতি সাংবাদিক মোহাম্মদ সোলাইমান,বঙ্গবন্ধু প্রজন্মলীগের আহ্বায়ক এনএম জাহাঙ্গীর।
1 Comment
joy..bangla….