
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট মহান বিজয় দিবস – ২০১৮ইং উপলক্ষ্যে রাঙামাটি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন রাঙামাটি ইউনিটের সেক্রেটারী জনাব মাহফুজুর রহমান এবং যুব রেড ক্রিসেন্ট সদস্য বৃন্দ। ও মহান বিজয় দিবস – ২০১৮ইং উপলক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসন কতৃর্ক আয়োজিত রাঙামাটি মারী স্টেডিয়ামে কুচকাওয়াজে যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের প্রাথমিক চিকিৎসা দল, প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে এবং কুচকাওয়াজ শেষে রাঙামাটি মারী স্টেডিয়াম এর মাঠে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মাহান বিজয় দিবস পালন করে।
এর আগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আত্মবলিদানকারী বুদ্ধিজীবীদের স্মরণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিট জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি ইউনিট অফিসে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে একত্তোরের বুদ্ধিজীবীদের স্মরন সভায় উপস্থিত ছিলেন ইউনিট সেক্রেটারি জনাব মাহফুজুর রহমান, ইউনিট অফিসার জনাব নূরুল করিম, এফ ও রাসেল বণিক ও যুব রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবক বৃন্দ। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সেক্রেটারি জনাব মাহফুজুর রহমান তরুণ সমাজকে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও দেশ প্রেম থেকে শিক্ষা নেয়ার মাধ্যমে আগামী দিনের আলকিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।