জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই এবার রাঙামাটি জেলা যুবদলের কমিটি পুনর্গঠন করেছে জাতীয়তাবাদী যুবদল।
বুধবার বর্তমান সভাপতি সাইফুল ইসলাম শাকিলকে সভাপতি পদে পুনর্বহাল করে বিদায়ী জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাত মোঃ সায়েমকে সাধারন সম্পাদক করে জেলা যুবদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্বে নিয়োজিত কামরুজ্জামান দুলাল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরো দশটি জেলার সাথে রাঙামাটি জেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন দেয়ার তথ্য জানানো হয়।
রাঙামাটি জেলায় সভাপতি হিসেবে সাইফুল ইসলাম শাকিল,সিনিয়র সহসভাপতি মোঃ নুরনবী,সাধারন সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নাজিমউদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণার পর রাতে দলীয় কার্যালয়ে এসে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা যুবদলের নতুন দায়িত্ব পাওয়া নেতারা।