‘অযথা এন্টিবায়োটিক সেবন ক্ষতির কারণ, বিনা প্রেসক্রিপশনে তা কিনতে বারণ’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি মেডিকেল কলেজের আয়োজনে সচেতনতা সপ্তাহ পালিত হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো. টিপু সুলতান। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যক্ষ ডাঃ এহেসানুল হক কাজল, সহযোগী অধ্যাপক মাজহারুল হক নাসিম, সহযোগী অধ্যাপক মেনাজ পারভিন, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেনসহ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ।
আলোচনা এক পর্যায়ে অধ্যাপক কোহিনুর পারভিন এন্টিবায়োটিকের ক্ষতিকর দিকগুলো নিয়ে বিশদ আলোচনা ও ভিডিও প্রেজেন্টেশন করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাওফিন নাহার (মুন)। আলোচনা সভায় বক্তব্য দেন ৫ম বর্ষের প্রিয়ম, সৌরভ, মিশু, নুরুল, ৪র্থ বর্ষের অর্নব, মুন এবং ২য় বর্ষের সকল শিক্ষার্থীরা।
সভায় বক্তরা বলেন, অতিরিক্ত অপর্যাপ্ত ও অযৌক্তিক এন্টিবায়োটিক ব্যবহারের ফলে এন্টিবায়োটিক প্রতিরোধী জীবাবুর উদ্ভব হচ্ছে। এতে করে মানবদেহে এন্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এর কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছে মানুষ। তাই আমরা এবং রোগীদের এন্টিবায়োটিক দিব না। আর যাতে কেউ বিনা প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক সেবন না করে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। আমাদের দেহে সামান্য রোগ অনুভুব হলে সাথে সাথে এন্টিবায়োটিক খেয়ে থাকি। সেজন্য এন্টিবায়োটিক ব্যবাহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।