সুহৃদ সুপান্থ
যেনো ইতিহাসেরই বাঁক বদল হলো বিএনপির নারীদের সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের রাঙামাটি জেলা কমিটিতে। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা নেতৃত্বকে সমূলে সরিয়ে দিয়ে নূর জাহান বেগম পারুলকে সভাপতি,ছালেহা আক্তারকে সাধারন সম্পাদক এবং বাবলী ইয়াসমিনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারন সম্পাদক সুলতানা আহমেদ এর সাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে আছেন কাপ্তাইয়ের নূর নাহার বেগম,সহসভাপতিরা হলেন মনোয়ারা বেগম,নন্দিতা দাশ,ইয়াছমিন আক্তার,মায়াদেবী চাকমা,মাহিমা আক্তারা,লাভলী আক্তার ও সালমা আক্তার মুন্নী।
সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন মরিয়ম আক্তার। যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন আকলিমা বেগম,বিলকিস আক্তার,রোজী আক্তার,জেসমিন আক্তার,কুলসুম আক্তার,নাজমা বেগম,পারুল আক্তার ও নাইমা কামাল।
সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন কোকিলা চাকমা,আসমা বেগম,মালা বেগম,নাছিমা আক্তার।
সাবেক সভানেত্রী মিনারা বেগম ও সাধারন সম্পাদক সাহিদা আক্তারকে কমিটিতে ১ ও ২ নং সাধারন সদস্য হিসেবে রাখা হয়েছে।
সাধারন সম্পাদক ছালেহা আক্তার এবং সাংগঠনিক সম্পাদক বাবলী ইয়াসমিন সর্বশেষ পৌর নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন,যদিও তারা দুজনই বেশ ভালো সংখ্যক ভোট অর্জন করে জেলা নেতাদের সুনজরেও এসেছিলেন।
সম্প্রতি রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত কেন্দ্রীয় নেতারা কমিটি ঢাকা থেকেই ঘোষণা করা হবে বলে জানিয়ে যান। তারই প্রেক্ষিতে এই কমিটি ঘোষিত হলো। তবে ওই সম্মেলনের পর থেকেই আমূল পরিবর্তনের আঁচ পাওয়া যাচ্ছিলো। সর্বশেষ বিএনপির প্রতীক অনশনেও এই তিন শীর্ষ নেত্রীর একসাথে বসা নিয়েও চলেছে বহু জল্পনা কল্পনা।
নতুন কমিটি বিষয়ে পুরনো নেতৃত্বের তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানতে পারেনি পাহাড়টোয়েন্টিফোর। তবে তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ‘খুব সহজেই ছাড় দিবেন না’, দীর্ঘদিন ধরে বিএনপির এই মহিলা উইং এর দায়িত্বে থাকা বিদায়ী নেত্রীরা।
বিদায়ী সভানেত্রী মিনারা বেগম,সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফিরোজা বেগম চিনুর ছোট বোন। তাদের আরেক ভাই বাবর আলী জেলা বিএনপির সদ্য বিদায়ী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক।