বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০১৮-১৯ ক্রিকেট মৌসুমের বয়সভিত্তিক অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সী রাঙামাটি জেলা ক্রিকেট দল গঠন লক্ষে সোমবার রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে সকাল আটটা থেকে প্রাথমিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত হয়। বাছাইয়ে জেলার প্রায় দুই শতাধিক ক্ষুদে ক্রিকেটার অংশগ্রহণ করে।
সকাল থেকে রাঙামাটি স্টেডিয়াম ক্ষুদে ক্রিকেটারের ভিড়ে মুখরিত হয়ে উঠে। তাদের সকলের চোখে আগামীদিনের জাতীয় দলের তারকা ক্রিকেটার হওয়ার স্বপ্ন। রাঙামাটি জেলার সদর, বরকল, কাপ্তাই, নানিয়াচর, কাউখালী, বাঘাইছড়ি থেকে অধিকাংশ খেলোয়াড় বাছাইয়ে অংশ নেয়। এর মধ্যে রাঙামাটি ক্রিকেট একাডেমী ও রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর খেলোয়াড়দের আধিক্য ছিল বেশি।
রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর হেড কোচ সাবেক জেলা ক্রিকেট দলের অধিনায়ক নাছির উদ্দিন সোহেল বলেন, রাঙামাটিতে খেলার মাঠ সংকট ও আর্থিক দৈন্যতার কারণে অধিকাংশ খেলোয়াড় নিয়মিত প্রশিক্ষণ ও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না। তাছাড়া উপজেলাগুলো দুর্গম হওয়াতে জেলার বিরাট একটি অংশ খেলাধুলায় পিছিয়ে। তা ছাড়া জেলায় খেলাধুলায় পৃষ্ঠপোষকও কম। তারপরও আমি ও সাবেক জেলা কোচ মহিতোষ দেওয়ান সকলকে নিয়ে চেষ্টা করছি ক্রিকেটকে এগিয়ে নিতে।
চট্টগ্রাম বিভাগীয় কোচ নুরুল আবেদিন নোবেল সার্বিক তত্ত্বাবধানে বাছাই অনুষ্ঠিত হয়। তাকে সহযোগিতা করেন কোচ মহিতোষ দেওয়ান, কোচ নাছির উদ্দিন সোহেল, লেথাম, লেমন, গফুর, সৈকত, রাঙামাটি ক্রিকেট সচিব রমজান আলীসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।